আশা করি সবাই ভাল আছেন আর Msb Tech360 এর সঙ্গে থাকলে অবশ্যই আপনারা ভালো থাকবেন তো আজকের টপিক হলো মেসেঞ্জার বোট আল কুরআনের বাংলা তরজমা সহ মেসেঞ্জার একটি নতুন বোট বাংলাদেশ থেকে কয়েকজন ভাই তৈরি করেছেন সে বোটটা অনেক হেল্প ফুল এবং আপনারা এনিটাইম কোরআন সম্পর্কে সকল জ্ঞান ধারণা করতে পারবেন কুরআন পড়তে পারবেন কোরআন বাংলা তরজমা বাংলায় পড়তে পারবেন এটা একটা ভালো ব্যাপার আমাদের জন্য যে বাংলাদেশ ভাইরা বাংলা ভাষায় বাংলা কুরআন তরজমা সহ উচ্চারণ সহ একটা বোট তৈরি করেছে এটা আমি কাউকে প্রমোট করার জন্য আমি এই পোস্টটা করি নাই আমার ভালো লাগলো তাই আপনাদের সামনে এই পোস্ট টা তুলে ধরলাম তো কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্রথমে আমরা মেসেঞ্জারে সার্চ অপশনে যাব তারপর ওইখানে লিখব কুরআন বোট Quran Bot তারপর দেখবেন এমন একটা পেইজ আপনাদের সামনে আসবে এবং গেট স্টার্ট দিয়ে শুরু করবেন এবং বিস্তারিত নিচের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন।
তোর ভিউয়ার বিস্তারিত দেখতে পারলেন স্ক্রিনশটে এবং আপনারা ঠিক এই ভাবেই আপনারা মেসেঞ্জারে এই বোটের সঙ্গে থাকতে পারেন এবং কুরআন শরীফ আপনার পড়তে পারেন বাংলায় ফ্রী টাইমে আমরা অন্যদের সাথে আলতু ফালতু চ্যাট না করে মেসেজ না করে আমরা এটা করতে পারি তো এটা আমাদের জন্য খুব একটা ভালো একটা বিষয় আমি স্যালুট জানাই এসবের জন্য এটার জন্য আমি খুবই উপকৃত এবং আপনারা আশা করি উপকৃত হবেন এবং কুরআন থেকে এ টু জেড সবকিছু করতে পারবেন তরজমা সহ এবং আপনারা এটার উচ্চারণ সহ আপনারা সব করতে পারো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই যেখানে থাকবেন যেভাবে থাকেন সাবধানে চলাফেরা করেন এবং সাবধানে খাওয়া-দাওয়া করেন সবাই ভালো থাকবেন।
ফেইসবুকে আমি: Click here for any help
ইউটিউব এ আমি : Click here for visit my Channel






No comments:
Post a Comment